ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জেলা পরিষদ নির্বাচন

দিনাজপুরে আ.লীগের কাউন্সিলর পদে আজগর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
দিনাজপুরে আ.লীগের কাউন্সিলর পদে আজগর

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে সদরে আওয়ামী লীগের কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন  সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. আজগর আলী।

দিনাজপুর: দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে সদরে আওয়ামী লীগের কাউন্সিলর পদে মনোনয়ন পেয়েছেন  সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. আজগর আলী।

সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের বাসুনিয়াপট্টির দলীয় কার্যালয়ে জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে তাকে মনোনয়ন দেওয়া হয়।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন সভা পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ