ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

জামালপুরে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
 জামালপুরে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা।

জামালপুর: জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা।

এসময় তারা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে আটকে রেখে বিক্ষোভ করতে থাকেন।

শুক্রবার (২৫ নভেম্বর) দিনগত রাত ১১টা থেকে বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।

এদিকে শহরের রেলগেট, পাঁচরাস্তার মোড় ও দয়াময়ী এলাকায় সড়কে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা।

এছাড়া মনোনয়নপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট জাহিদ আনোয়ারের চেম্বার ভাঙচুর এবং সদর, মাদারগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ি বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।  

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬

এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ