ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নেত্রকোনায় আ’লীগের মনোনয়ন পেলেন প্রশান্ত কুমার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
নেত্রকোনায় আ’লীগের মনোনয়ন পেলেন প্রশান্ত কুমার

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনায় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়।

নেত্রকোনা: আসন্ন জেলা পরিষদ নির্বাচনে নেত্রকোনায় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়।

শুক্রবার (২৫ নভেম্বর) দিনগত রাতে গণভবনে মনোনীতদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, তৃণমূলের দেওয়া নাম প্রস্তাবের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে মনোনয়নের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

এদিকে, প্রশান্ত কুমার রায় বাংলানিউজকে বলেন, ‘আমি অতীতেও জনগণের সেবা করেছি, আগামীতেও করতে চাই।

২৮ ডিসেম্বর, দেশের ৬১টি জেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬

এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ