ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সৈয়দ আশরাফের বাসায় ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
সৈয়দ আশরাফের বাসায় ওবায়দুল কাদের

ক্ষমতাসীন  আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাসায় গিয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে দু’জনের মধ্যে ঘণ্টাখানেক নানা বিষয়ে আলোচনা হয়।

ঢাকা: ক্ষমতাসীন  আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাসায় গিয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে দু’জনের মধ্যে ঘণ্টাখানেক নানা বিষয়ে আলোচনা হয়।


 
সোমবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সৈয়দ আশরাফের মিন্টু রোডের বাসায় যান ওবায়দুল কাদের। ঘণ্টাখানেক পরই দুপুর দেড়টার দিকে আবার বেরিয়ে যান তিনি।
 
কাদেরের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, সৈয়দ আশরাফের অসুস্থ স্ত্রীকে দেখতেই তার বাসায় যান বর্তমান সাধারণ সম্পাদক। এসময় কুশলাদি বিনিময়ের পর দু’জনে দলীয় বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন।
 
সৈয়দ আশরাফের কাছে ওবায়দুল কাদের দলীয় বিষয়ে অভিজ্ঞতা থেকে পরামর্শ চান। এছাড়া দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নিতে আশরাফকে অনুরোধ করেন। জবাবে আশরাফও এখন থেকে দলীয় অনুষ্ঠান-কর্মসূচিগুলোতে যাবেন বলে ওবায়দুল কাদেরকে জানান।  

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী মিঠু ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।  

গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের সম্মেলনের পর সৈয়দ আশরাফ বেশ কিছু দিনের জন্য লন্ডনে পারিবারিক সফর করেন। সেই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পদে পুনর্নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে আসে  পরিবর্তন। সৈয়দ আশরাফের বদলে এ পদে দায়িত্ব পান ওবায়দুল কাদের। লন্ডন সফর শেষে সম্প্রতি তিনি দেশে ফেরেন সৈয়দ আশরাফ।  
 
বাংলা‌দেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ন‌ভেম্বর ২৮, ২০১৬
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ