ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আলোচনার সুযোগ নেই, বিএনপিকে ড. হাছান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
আলোচনার সুযোগ নেই, বিএনপিকে ড. হাছান

নির্বাচন নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে মনে করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) স্বাধীনতা হলে...

ঢাকা: নির্বাচন নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্বাধীনতা হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘চলমান রাজনীতি: শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।

ড. হাছান মাহমুদ বলেন, ‘ আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ’

‘জাতীয় সংসদ নির্বাচন ও  নির্বাচন কমিশন নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে, আলোচনা করার থাকে-তবে সেটা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করুন। সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান কেন?,’ বিএনপির উদ্দেশ্যে বলেন তিনি।

ড. হাছান বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো, সন্ত্রাসবাদ ও সহিংসতা পরিহার করুন। সংলাপে বসতে হলে জামায়াতের সঙ্গ ছাড়ুন। পেট্রোল বোমায় মানুষ হত্যার জন্য আপনাদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

‘নাসিরনগরের ঘটনা বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের ফসল’ অভিযোগ করে সাবেক এ বনমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসডকে এগিয়ে চলছে। বাংলাদেশ এখন নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ৷

‘পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয়, বাস্তব। বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, পদ্মাসেতু হবে না। আমি খালেদা জিয়াকে বলবো, আপনি এবং আপনার স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পদ্মার পাড়ে গিয়ে ঘুরে দেখে আসুন। ’

আয়োজক সংগঠনের উপদেষ্টা ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন টয়েল, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ