ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

গণতন্ত্র প্রতিষ্ঠায় সব দলকে এগিয়ে আসার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
গণতন্ত্র প্রতিষ্ঠায় সব দলকে এগিয়ে আসার আহ্বান ছবি:শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (০৫ ডিসেম্বর) হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৩তম মৃত্যুবাষির্কী উপলক্ষে তার মাজার জিয়ারত করতে এসে এ আহ্বান জানান তিনি।

এরআগে শহীদ সোহরাওয়ার্দীর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, সবার সহযোগিতা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা কঠিন।  গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব দলকে এগিয়ে আসতে হবে।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলেছেন। এরপরেও আমি ভিন্নমত দেবো এটা কী করে ভাবলেন?

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি ভাঙা রেকর্ড বাজাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্বাচনে যাওয়ার আগেই হেরে যায় বিএনপি। নির্বাচন নিয়ে নানামুখি বিতর্কিত বক্তব্য দেওয়া বিএনপির পুরনো অভ্যাস। সেই অভ্যাস অনুযায়ী ভাঙা রেকর্ড বাজাচ্ছে তারা।

এসময় মাজারে ফুলে দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের চিপ হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগ নেতা এম এ করিমসহ বিশিষ্ট রাজনৈতিক নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬

জেডএফ/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ