ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিজয় দিবস উপলক্ষে সিলেটে আনন্দ র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
বিজয় দিবস উপলক্ষে সিলেটে আনন্দ র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে আনন্দ র‌্যালি করেছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

সিলেট: মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে আনন্দ র‌্যালি করেছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে নগরীর তেলিহাওর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেলিহাওরে জড়ো হয়ে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

 

এর আগে অনুষ্ঠিত আনন্দ র‌্যালির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন।  

র‌্যালি শেষে সভায় বক্তব্য রাখেন, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন, সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলু, মহানগর যুবলীগের সদস্য শুয়েব আহমদ, জেলা যুবলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক রমিজ উদ্দিন, মহানগর যুবলীগের সদস্য শান্ত দেব, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এমদাদ রহমান, জেলা যুবলীগ নেতা সুজেল আহমদ তালুকদার, জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইফুল আহমদ সফু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬

এনইউ/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ