ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

আওয়ামী লীগ

শুক্র ও শনিবার ছাড়া র‌্যালি করবে না ছাত্রলীগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
শুক্র ও শনিবার ছাড়া র‌্যালি করবে না ছাত্রলীগ

ঢাকা: এখন থেকে শুক্রবার ও শনিবার ছাড়া অন্য কোনোদিন র‌্যালি না করার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার ( ২৪ জানুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদ এস এম জাকির হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



এতে বক্তৃতা করার সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এখন থেকে আমরা রাস্তা বন্ধ করে র‌্যালি করবো না। আমরা রাজনীতি করি মানুষের জন্য। এই র‌্যালি যাতে তাদের ভোগান্তির কারণ না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে।

এ কথার সূত্র ধরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৭৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭

এসকেবি/এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।