ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ইতিবাচক ছাত্ররাজনীতির পথপ্রদর্শক ছাত্রলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
ইতিবাচক ছাত্ররাজনীতির পথপ্রদর্শক ছাত্রলীগ কর্মীসভা মঞ্চে অতিথিরা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ছাত্ররাজনীতির ইতিহাসে বাংলাদেশ ছাত্রলীগ ইতিবাচক রাজনীতির প্রদর্শক বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। ছাত্রলীগ গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী বলেও উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে বগুড়া জেলার আলতাফুননেছা খেলার মাঠে আয়োজিত আওয়ামী লীগের কর্মী সভায় জাকির এ কথা বলেন।

জাকির হোসাইন বলেন, জনগণের জন্য যা কল্যাণকর তা যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে আমরা প্রস্তুত।

নিজের জন্য নয়, আমরা রাজনীতি করি জনতার স্বার্থে। ছাত্রলীগের ইতিহাস ঘাটলেই এর জ্বলন্ত প্রমাণ মিলবে।  

“১৯৪৮ সালে সময়ের দাবিতে বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। এরপর থেকে এ দেশে যত প্রগতিশীল আন্দোলন সংগঠিত হয়েছে সবগুলোর নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এ জন্যই ছাত্রলীগের অতীত এতো সমৃদ্ধ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার অদ্ভুত ক্ষমতা রয়েছে ছাত্রলীগরই। ”

শুক্র ও শনিবার ছাড়া ছাত্রলীগের আনন্দ মিছিল বা শোভাযাত্রা হবে না জানিয়ে তিনি বলেন, ছাত্রলীগ পৃথিবীর বৃহত্তম ছাত্র সংগঠন। ফলে শোভাযাত্রা বা আনন্দ মিছিল করতে গেলে রাস্তায় যানজট সমস্যা তৈরি হওয়টা স্বাভাবিক। তাই ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সম্প্রতি আমরা সিদ্ধান্ত নিয়েছি কর্মদিবসগুলোতে এসব কর্মসূচি পালন করা হবে না।

ছাত্রলীগের এই সিদ্ধান্তের পক্ষে এরইমধ্যে গণজাগরণ তৈরি হয়েছে বলেও উল্লেখও করেন তিনি।

বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এমসি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ