ঢাকা, শনিবার, ২২ আষাঢ় ১৪৩১, ০৬ জুলাই ২০২৪, ২৮ জিলহজ ১৪৪৫

আওয়ামী লীগ

ময়মনসিংহকে মডেল জেলা পরিষদ গড়ার অঙ্গীকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
ময়মনসিংহকে মডেল জেলা পরিষদ গড়ার অঙ্গীকার জেলা পরিষদের সভাকক্ষে নব-নির্বাচিত চেয়ারম্যানসহ সব সদস্যদের দায়িত্ব গ্রহণ

ময়মনসিংহ: ময়মনসিংহকে দেশের মডেল জেলা পরিষদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান।

রোববার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জেলা পরিষদের সভাকক্ষে নব-নির্বাচিত চেয়ারম্যানসহ সব সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভালো কাজ করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন।

সবার মতামত ও পরামর্শ নিয়েই জেলা পরিষদের সার্বিক কার্যক্রমকে এগিয়ে নেওয়া হবে।

দায়িত্ব গ্রহণের পর চেয়ারম্যানসহ ২১ জন নব-নির্বাচিত সদস্য প্রথম সভা করেন। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসনাত লোকমান, জেলা পরিষদ সচিব বনানী বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৭
এমএএএম/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।