ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

যুবলীগ নেতা হত্যার বিচার দাবিতে নর্দ্দায় সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
যুবলীগ নেতা হত্যার বিচার দাবিতে নর্দ্দায় সড়ক অবরোধ নদ্র্দায় যুবলীগ নেতাকর্মীদের সড়ক অবরোধ- ছবি: গৌতম পাল

ঢাকা: যুবলীগ নেতা মাইনুদ্দিন হত্যার বিচার দাবিতে রাজধানীর নর্দ্দায় সড়কের দুই পাশ বন্ধ করে বিক্ষোভ করছেন যুবলীগ নেতাকর্মীরা।

সোমবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে তারা রাস্তা বন্ধ বিক্ষোভ করেন।

সোমবার (২৩ জানুয়ারি) মাইনউদ্দিন নামে গুলশান থানা যুবলীগ নেতাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ জানুয়ারি) তিনি মারা যান।

বিক্ষোভের কারণে রাজধানীর বিশ্বরোড থেকে বাড্ডা লিংরোড পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসজে্এ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ