ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নর্দ্দায় পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলো যুবলীগ কর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
নর্দ্দায় পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলো যুবলীগ কর্মীরা পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিলো যুবলীগ কর্মীরা- ছবি: গৌতম পাল

ঢাকা: পুলিশের আশ্বাসের পর যুবলীগ নেতা মাইনুদ্দিন হত্যার বিচার দাবিতে রাজধানীর নর্দ্দায় সড়ক অবরোধ তুলে নিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। সোমবার (৩০ জানুয়ারি) বেলা পৌনে ১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন বাংলানিউজকে বলেন, আমরা হত্যাকারীকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুলিশ অবরোধস্থলে গিয়ে তাদের বোঝালে যুবলীগের নেতাকর্মীরা অবরোধ তুলে নেয়।

তিনি বলেন, বিকেলের দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনারের (ডিসি) সঙ্গে এ বিষয়ে আলোচনা করার কথা রয়েছে। তবে এখন যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী যুবলীগ নেতা হত্যার বিচার দাবিতে রাজধানীর নর্দ্দায় সড়কের দুই পাশ বন্ধ করে বিক্ষোভ করে স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা।

গত ২৩ জানুয়ারি (সোমবার) মাইনউদ্দিন নামে গুলশান থানা যুবলীগ নেতাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৫ জানুয়ারি) তিনি মারা যান।

বিক্ষোভের কারণে রাজধানীর বিশ্বরোড থেকে বাড্ডা লিংকরোড পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিলো।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
এসজেএ/জিপি/আরআই

** যুবলীগ নেতা হত্যার বিচার দাবিতে নর্দ্দায় সড়ক অবরোধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ