ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শাবিপ্রবি ছাত্রলীগের পাল্টাপাল্টি মামলা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
শাবিপ্রবি ছাত্রলীগের পাল্টাপাল্টি মামলা

শাবিপ্রবি: ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সহ-সভাপতি অঞ্জন রায় সমর্থকদের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন সভাপতি পার্থ সমর্থক ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক জাকির খান।

এর আগে, বুধবার (০১ ফেব্রুয়ারি) সংঘর্ষের ঘটনায় সহ-সভাপতি অঞ্জন রায় সমর্থক শাহরিয়ার ইসলাম মামলা দায়ের করেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে মামলা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

মামলার প্রধান আসামি করা হয়েছে- সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামকে।

অন্য আসামিরা হলেন- পরিবেশ সম্পাদক খলিলুর রহমান, উপ ধর্ম-সম্পাদক আরিফ হোসাইন কেনেডি, আশরাফ আদনান, সদস্য নুরুল আমিন, শফিকুল ইসলাম, এমদাদ রহমান ও শাহরিয়ার ইসলাম।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ