ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

যুবলীগের নামে চাঁদা দাবিকারীকে পুলিশে সোপর্দ করুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
যুবলীগের নামে চাঁদা দাবিকারীকে পুলিশে সোপর্দ করুন

বগুড়া: বগুড়ায় যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও যুবলীগের নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবিকারীকে পুলিশে সোপর্দ করার আহ্বান জানানো হয়েছে। 

বুধবার (০৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি তথ্য জানানো হয়।  
 
জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু যুক্ত বিবৃতিতে বলেন, ইদানিং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে যুবলীগ সভাপতি বা যুবলীগের নাম ব্যবহার করে চাঁদা দাবি করা হচ্ছে।

যা উদ্বেগের বিষয়।  
 
এহেন কর্মকাণ্ডের সঙ্গে জেলা যুবলীগের কোনো সম্পৃক্ততা নেই। তাই যুবলীগের নাম ব্যবহার করে চাঁদা দাবিকারীকে পুলিশে সোপর্দ করাসহ সংগঠনের নেতাদের তাৎক্ষণিক বিষয়টি অবহিত করার আহ্বান জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।  
 
বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এমবিএইচ/এসএনএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ