ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ কিছু নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ কিছু নেই শিক্ষাবৃত্তি তুলে দিচ্ছেন ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরও বলেছেন, বিলবোর্ডের ছবি একদিন মুছে যাবে, পোস্টারের ছবি ছিঁড়ে যাবে, ব্যানারের ছবি ম্লান হয়ে যাবে, গেটের ছবি ভেঙে যাবে, বাগানের ফুল শুকিয়ে যাবে, পাথরের ছবি ক্ষয়ে যাবে, কিন্তু হৃদয়ে লেখা নাম রয়ে যাবে। হৃদয়েই বেঁচে আছেন বঙ্গবন্ধু।

হৃদয়ে নাম লিখে নিয়ে বেঁচে থাকবেন শেখ হাসিনাও। ওই বিলবোর্ডের বড় বড় ছবি কাজে আসবে না।  

শুক্রবার (১০ মার্চ) বিকেলে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন ওবায়দুল কাদের।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা ছবি প্রদর্শনের চেয়ে একটু কাজে মনযোগী হোন। নেতাদের খুশি না করে জনগণকে খুশি করার এজেন্ডা হাতে নিন। নেতাদের খুশি করে লাভ নেই। আপনি যাদের জন্য রাজনীতি করেন তাদের খুশি করেন। আপনার যারা ভোটার, তাদের খুশি করতে হবে আপনাকে। আমি যদি আমার পার্টিকে ভালোবাসি, জনপ্রিয় ব্যক্তিকে অগ্রাধিকার দিতেই হবে। নেত্রীর নির্দেশে সেভাবে আমরা কাজ করে যাচ্ছি।  

জীবনে বড় হওয়ার জন্য কঠিন পরিশ্রমের বিকল্প নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জীবনে বড় হতে হলে কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করার সৎ সাহস অর্জন করতে হবে। চ্যালেঞ্জ হচ্ছে নদীর ঢেউ। যে নদীর ঢেউ নেই সেই নদীর কোনো মূল্য নেই। যে আকাশে মেঘ নেই সেই আকাশ আকাশ নয়। যে সাগরে ঢেউ নেই সেটা কোনো সাগর নয়। যে প্রকৃতিতে দুর্যোগ নেই, সেটা কোনো প্রকৃতি নয়।  

তিনি তরুণদের উদ্দেশে বলেন, কোনো অবস্থায়ই মনোবল হারাবে না। নিজেকে দুর্বল ভাববে না। নিজে নিজের জীবনকে শেষ করে দেবে না। চেষ্টা করবে-লড়াই করবে, সাফল্য একদিন আসবেই। দারিদ্র্য-বেকারত্বকে পরাজিত করতে পারাটাই তারুণ্য।  

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল, বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ।  

অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশন এলাকার তিনশ’ মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির দুই কোটি ২৫ লাখ টাকার চেক ও একশ’ ল্যাপটপ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭।
আরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ