ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘অপশক্তিকে মদত দিচ্ছে বিএনপি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
‘অপশক্তিকে মদত দিচ্ছে বিএনপি’ ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে জয়ী হতে পারবে না জেনেই সাম্প্রদায়িক অপশক্তিকে মদত দিচ্ছে। এই অপশক্তির কেউ মারা গেলে বিএনপির চোখে তারা ভালো মানুষ হয়ে যায়।

সোমবার (২১ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে সিলেট যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ক্ষতিগ্রস্ত শাহবাজপুর সেতু আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা তো তারাই করছেন।

আন্দোলনেও ব্যর্থ হয়েছেন। সেজন্য তাদের গা জ্বলছে।

মন্ত্রী আরো বলেন, বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা বোমা সন্ত্রাস করেছে। নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তাই বিএনপি এখন আন্দোলনের ডাক দিলে জনগণ সাড়া দেয় না।

এসময় আরো ছিলেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ  ২১, ২০১৭
জেডএম/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ