ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আগামী নির্বাচনে আ’লীগ প্রার্থীকে জয়যুক্ত করুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
আগামী নির্বাচনে আ’লীগ প্রার্থীকে জয়যুক্ত করুন

বগুড়া: উন্নয়নের স্বার্থে ২০১৯ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় বন্দর উন্নয়ন সোসাইটির উদ্যোগে গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে সেলাই, স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
 
বন্দর উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া আরও বলেন, বিএনপি আসুক না আসুক ২০১৯ সালের ৫ জানুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেই নির্বাচনে দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।
 
বগুড়া শুধু ধানের শীষের ঘাটি নয় নৌকারও ঘাটি। আগামী সংসদ নির্বাচনে বগুড়াবাসী তা প্রমাণ করবে বলেও মন্তব্য করেন তিনি।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আছাদুর রহমান দুলু।
 
এছাড়া শিক্ষক মিজানুর রহমান, আব্দুর রহিম, আব্দুল হালিম দুদু, জিয়াউল হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নান, হোসেন শরীফ মনির, বন্দর উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক ওহাবুজ্জামান নাঈম, ম্যানেজার হারুনুর রশিদ প্রমুখ বক্তব্য দেন।    
 
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ