ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
শাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল শাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

সিলেট (শাবিপ্রবি): সিলেটসহ সারাদেশে ধারাবাহিক জঙ্গি আস্তানা সৃষ্টির প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবশে করেছে শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ২টায় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল কর‍া হয়। মিছিলটি ক্যাম্পাসের ফুডকোর্ট চত্বর থেকে শুরু হয়ে চেতনা-৭১ এ গিয়ে সমাবেশে মিলিত হয়।

ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য উত্তম কুমার দাশ।

এ সময় ছাত্রলীগের সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদক, সাংগঠনিক সম্পাদকরা ও অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ