ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ছাত্রলীগের জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ-মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
ছাত্রলীগের জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ-মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ-মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর কারওরান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় ঢাকা মহানগর উত্তরের ভিন্ন থানার ছাত্রলীগ নেতাকর্মীরা।

মিছিল শেষে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান বলেন, বাংলাদেশে জঙ্গি ছিল না, বিএনপির নেত্রী খালেদা জিয়া যখন মাঠে আন্দোলনে ব্যর্থ হয়েছেন, ঠিক তখনই দেশ ধ্বংস করার জন্য এই জঙ্গি তৈরি করেছেন।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা ছাত্রলীগ রাজপথে থেকে জঙ্গিবাদ প্রতিহত করবো।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ