ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

লক্ষ্মীপুরে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
লক্ষ্মীপুরে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা নিহত ওমর ফারুক- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ওমর ফারুককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩১ মার্চ) দিনগত রাত ১টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ওমর ফারুক লক্ষ্মীপুর সদর উপজেলার  ১ নম্বর উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও  ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

এর আগে রাত ১০টার দিকে স্থানীয় পাটোয়ারির হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে।

উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎস‍ার জন্য তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্ট, এপ্রিল ০১, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ