ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

প্রধানমন্ত্রী হিমালয়ের মতো অটল থাকবেন: কাদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
প্রধানমন্ত্রী হিমালয়ের মতো অটল থাকবেন: কাদের রাজধানীর কু‌ড়িলে এ‌লিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগ‌তি প‌রিদর্শন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ‍ছবি: বাংলানিউজ

ঢাকা: ভারতের সঙ্গে চু‌ক্তির বিষয়ে, দেশের স্বার্থ সং‌শ্লিষ্ট কোনো চু‌ক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিমালয়ের মতো অটল থাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিস্তার ব্যাপারে যতেষ্ট অগ্রগ‌তি হয়েছে, এখন চু‌ক্তি সম্পাদন সময়ের ব্যাপার মাত্র বলে জানান তিনি।

মঙ্গলবার (০৪ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর কু‌ড়িলে এ‌লিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগ‌তি প‌রিদর্শন শেষে সাংবা‌দিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তিস্তা চু‌ক্তি এখন না হয়ে পরেও হতে পারে। আর শেখ হা‌সিনা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ববিরোধী কোনো চু‌ক্তি করবেন না। এ ব্যাপারে তি‌নি হিমালয়ের মতো অটল।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এসএ/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ