ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

লক্ষ্মীপুরে আ’লীগ নেতা হত্যার প্রতিবাদে মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
লক্ষ্মীপুরে আ’লীগ নেতা হত্যার প্রতিবাদে মিছিল-সমাবেশ লক্ষ্মীপুরে আ’লীগ নেতা হত্যার প্রতিবাদে মিছিল-সমাবেশ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য ওমর ফারুক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে এ বিক্ষোভ মিছিল-সমাবেশের আয়োজন কর‍া হয়।

মিছিলটি উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজারে গিয়ে শেষ হয়।

এর আগে উত্তর তেমুহনী প্রতিবাদ সমাবেশ করেন আওয়ামী লীগ নেতারা।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বিজন বিহারী ঘোষের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুল মতলব, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহসানুল কবির রিপন, উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান হোসেন নান্নু, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ জামাল রিপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ প্রমুখ।

এ সময় বক্তারা ওমর ফারুককে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ৩১ মার্চ শুক্রবার রাত ১১টার দিকে ওমর ফারুককে স্থানীয় পাটোয়ারির হাট থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যার চেষ্টায় কুপিয়ে জখম করে। পরে রাত ১টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ