ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বাকেরগঞ্জে আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ৮  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
বাকেরগঞ্জে আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ৮  

বরিশাল: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।  

সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কলকাঠি ইউনিয়নের পশ্চিম দুধল ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে এ ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, কলকাঠি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পশ্চিম দুধলের সম্মেলন চলছিলো।

যেখানে সভাপতি পদে তিন ভাই ওয়াহেদ খাঁ, সোহরাব খাঁ ও হায়দার খাঁ প্রার্থী হওয়ায় বিরোধের সৃষ্টি হয়।  

একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। আহতদের  মধ্যে গুরুতর ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তবে পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ