ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

লক্ষ্মীপুরে ছাত্রলীগের ৪ নেতাকে বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, মে ১, ২০১৭
লক্ষ্মীপুরে ছাত্রলীগের ৪ নেতাকে বহিষ্কার

লক্ষ্মীপুর: সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুরে চার ছাত্রলীগ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (০১ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন জেলা ছাত্রলীগের উপ-দফতর বিষয়ক সম্পাদক সেবাব নেওয়াজ, সহ-সম্পাদক পলক আহম্মদ, সদস্য পিয়াস পাঠান ও পৌর ছাত্রলীগ সদস্য মিনহাজ আলম সজিব।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার (৩০ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর শহরের ছাত্রলীগ কর্মী সিপাত ও অন্তরের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগে ছাত্রলীগের চারনেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মে ০১, ২০১৭
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ