ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

তরুণরা আর খবরের কাগজ পড়েই না: জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৪ ঘণ্টা, মে ৭, ২০১৭
তরুণরা আর খবরের কাগজ পড়েই না: জয় সজীব ওয়াজেদ জয়। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বাংলাদেশের তরুণরা এখন আর খবরের কাগজ পড়ে না মন্তব্য করে সংসদ সদস্যদের সোস্যাল মিডিয়ায় সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রোববার (৭ মে) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির নতুন কার্যালয়ে ‘স্যোসাল মিডিয়া ব্যবহারে সংসদ সদস্যদের করণীয়‘ শীর্ষক কর্মশালায় তিনি এ আহবান জানান।  

জয় বলেন, শুধু মানুষের কাছে শুনেই না, আমরা জরিপ করেও যেটা দেখি, আমাদের তরুণরা কিন্তু আর খবরের কাগজ পড়েই না।

এটা এক দিক দিয়ে আমাদের আমাদের জন্য ভালো। কারণ, খবরে কাগজে আমাদের ওই সুশীল বাবুদের মতামতই শুধু দেখা যায়। তো লাইকলি তরুণরা ওসব পড়েই না, ওসব পাত্তা দেয় না। তরুণরা টেলিভিশনটা দেখে। তবে সবচেয়ে বেশী খবর তারা পায় স্যোসাল মিডিয়া থেকে। স্যোসাল মিডিয়াতেই তারা বেশী অংশগ্রহণ করে। সে কারণেই কিন্তু আমাদের জন্য স্যোসাল মিডিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্যোসাল মিডিয়ার গুরুত্ব বর্ণনা করে সজীব ওয়াজেদ জয় বলেন, যারা যারা জুনিয়র তারা এটাতে অভ্যস্ত, আমার চেয়েও বেশী ওস্তাদ। পলকের সাথে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী) তো পারিই না। ও দিনে যে পরিমাণ ফেসবুক পোস্ট দেয় ওর সাথে কেউ কুলিয়ে পারে না।

স্যোসাল মিডিয়ায় পোস্ট দেওয়ার জন্য পিএস নিয়োগের পরামর্শ দিয়ে সংসদ সদস্যদের তিনি বলেন, দিনে অন্তত ১টা করে পোস্ট দেবেন। পারলে দু’তিনটা দেবেন। এগুলো কিন্ত ভাইরাল হয়ে যায়। এর মাধ্যমে আমরা আমাদের বিরুদ্ধে ‍অপপ্রচার মোকাবিলা করতে আরো বেশী মানুষের কাছে, আরো বেশী তরুণদের কাছে পৌছে যেতে পারবো।

তিনি বলেন, মানুষকে জানিয়ে দিতে হবে আমরা কি করছি, আওয়ামী লীগ কি করছে?
’৭৫ থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার হয়ে আসছে। আমাদের বিরুদ্ধে চালানো ‍অপপ্রচার মোবাবিলা করতে হলে আমাদের প্রচার চালিয়ে যেতে হবে। জানিয়ে দিতে হবে, আমরা কি করছি তোমাদের জন্য, আওয়ামী লীগ কি করছে।  

জয় বলেন, আমরা দেশের জন্য কাজ তো করছি। এসব যদি সোস্যাল মিডিয়াতে তুলে ধরতে পারি, তাহলে কেবল আজকের ভোটাররা না, ভবিষ্যতের ভোটাররাও আওয়ামী লীগের ভোটার হয়ে থাকবে।

প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সঞ্চালনা করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, মে ৭, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ