ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সারাদেশে জনসংযোগে নামছেন জয়

মহিউদ্দিন মাহমুদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, মে ৭, ২০১৭
সারাদেশে জনসংযোগে নামছেন জয় আলাপরত সজীব ওয়াজেদ জয় ও ওবায়দুল কাদের। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: জেলায় জেলায় জনসংযোগে নামবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং ছেলে সজীব ওয়াজেদ জয়। আগামী নভেম্বর-ডিসেম্বর থেকেই তিনি দেশব্যাপী সফর শুরু করতে পারেন।

সরকারের উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে সফলতা তুলে ধরার পাশাপাশি বিরোধী শক্তির নেতিবাচক কর্মকাণ্ড তুলে ধরবেন জয়। একইসঙ্গে নেতা-কর্মীদের সুসংগঠিত করার কাজও করবেন তিনি।


 
রোববার (৭ মে) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির নতুন রাজনৈতিক কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে আলাপে এ বিষয়টি জানা গেছে।
 
নতুন ভবনে ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সংসদ সদস্যদের করণীয়’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ শেষে আওয়ামী লীগ সভাপতির কক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে আলাপ করছিলেন সজীব ওয়াজেদ জয়।  
 
এসময় অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম-সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল), দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
 
আলাপকালে সজীব ওয়াজেদ জয়কে দলীয় কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে এবং ঘন ঘন আওয়ামী লীগের কার্যালয়ে আসার কথা বলেন ওবায়দুল কাদের।
 
বক্তব্য রাখছেন সজীব ওয়াজেদ জয়।  ছবি: জিএম মুজিবুরএসময় সজীব ওয়াজেদ জয় সারাদেশের বিভিন্ন জেলায় জনসংযোগ করবেন বলে জানান। রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য জয় পিতৃভূমি দিয়ে জনসংযোগ শুরু করার কথাও বলেন।
 
জয় বলেন, শুধু ঢাকা নয়, সারাদেশের কর্মীদের সঙ্গে কথা বলবো। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে সারাদেশে জনসংযোগ করবো।
 
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বাংলানিউজকে বলেন, জয়ের সফরের জন্য জেলা থেকে দাবি আসে। এটা তাকে জানানোয় তিনি জেলা সফরের কথা বলেছেন।
 
আগামী নভেম্বর-ডিসেম্বরে সজীব ওয়াজেদ জয় জনসংযোগে যেতে পারেন বলেও জানান হানিফ।
 
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলানিউজকে জানান, তাদের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগামী নির্বাচনের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। কোনোভাবেই নৌকা যেন পরাজিত না হয়। তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে বর্তমান উন্নয়নের সুফল জনগণ পাবে না। আবার দুর্নীতি, জ্বালাও-পোড়া ফিরে আসবে।
 
নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দিয়ে জয় বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় নিশ্চিত।
 
আগামীতে কোনো অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা যেন না যায় সেদিকে খেয়াল রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
 
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ