ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘পদ্মাসেতুতে ব্যর্থ হয়ে রামপাল নিয়ে ষড়যন্ত্র’

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মে ৭, ২০১৭
‘পদ্মাসেতুতে ব্যর্থ হয়ে রামপাল নিয়ে ষড়যন্ত্র’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, পদ্মাসেতু নির্মাণ বন্ধে ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে চক্রান্তকারীরা রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে ষড়যন্ত্র করছে। তারা রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে রাষ্ট্রবিরোধী, দেশদ্রোহী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

রোববার (৭ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সুন্দরবনের কাছে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাব্য পরিণতির বিষয়ে শুক্রবার (৫ মে) সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে একটি প্রতিবেদন প্রকাশের প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলন করা হয়।

গবেষণাকে ভাঁওতাবাজি উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, তথাকথিত সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির নামে সংবাদ সম্মেলনে দেশের মানুষকে ভয় দেখানোর জন্য, ভারতের কলকাতার মানুষকেও ভয় দেখানোর জন্য কিছু বক্তব্য রাখা হয়েছে। যিনি সংবাদ সম্মেলন করেছেন তার প্রতি সম্মান রেখে বলতে চাই, তারা পদ্মাসেতুতে দুর্নীতি হয়েছে প্রমাণ করার জন্যে উঠেপড়ে লেগেছিলেন, কিন্তু সেটি প্রমাণ করতে পারেননি। বরং বিশ্বব্যাংক মামলা করে কানাডার আদালতে হেরে গিয়েছে। এতে তাদের মুখে চুনকালি পড়েছে।  

‘অ্যাডভোকেট সুলতানা কামালের প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তিনিসহ যারা পদ্মাসেতুতে দুর্নীতি হয়েছে বলে যারা উঁচু গলায় বলেছিলেন, তাদের চুনকালি পড়েছে। সেটিতে ব্যর্থ হয়ে এখন তারা রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে রাষ্ট্রবিরোধী, দেশদ্রোহী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আর যে গবেষণার কথা বলা হয়েছে, সেটিও ভাঁওতাবাজি ছাড়া অন্য কিছু নয়। সুতরাং আমি তাদের প্রতি অনুরোধ জানাবো যে, জনগণকে এ ধরনের ভয় দেখানোর অপচেষ্টা না চালিয়ে, দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে কোনো পরামর্শ থাকলে তা দিন। সরকার সে পরামর্শ গ্রহণে আগ্রহী। ’

হাছান মাহমুদ বলেন, সুন্দরবনের প্রান্তসীমা থেকে ১৪ কিলোমিটার দূরে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হতে যাচ্ছে। সুন্দরবনের যে এলাকাটিকে গৃহস্থ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে তার থেকে ৭০ কিলোমিটার দূরে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের অবস্থান। আন্তর্জাতিকভাবে এ ধরনের বনের ১০ কিলোমিটার দূরে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার জন্য একটি গাইডলাইন আছে। সেই গাইডলাইন অনুসরণ করেই সুন্দরবনের প্রান্তসীমার ১৪ কিলোমিটার দূরে এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে।  

আওয়ামী লীগের প্রচার সম্পাদক আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে জাতিকে আশ্বস্ত করার জন্য সবিস্তারে বক্তব্য রেখেছেন। আজকে যেহেতু এ বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করা হচ্ছে, মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, মানুষকে ভুল বুঝানোর চেষ্টা করা হচ্ছে সেজন্যে কিছু বলতে হচ্ছে।  

‘এই বিদ্যুৎ কেন্দ্রের কারণে ‘সুন্দরবন ধ্বংস হয়ে যাবে’ এমন অভিযোগ ভিত্তিহীন। সুন্দরবন ধ্বংস হওয়ার কোনো কারণ নেই। এ বিদ্যুৎ কেন্দ্র যেখানে স্থাপন করা হচ্ছে সেখানে এরইমধ্যে পাঁচ লাখ গাছ লাগানো হয়েছে এবং আরও কয়েক লাখ গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি এবং যারা এ নিয়ে বক্তব্য রেখেছেন বা আন্দোলন করছেন, তাদের পক্ষ থেকে শুরু থেকেই বলা হয়েছিল সুন্দরবনের কাঠ কেটে কয়লা বানিয়ে সে কয়লা নাকি এখানে ব্যবহার করা হবে! এ ধরনের উদ্ভট বক্তব্যও শুরুতে বলা হয়েছিল। এ ধরনের কোনো কয়লা বানানোর পরিকল্পনা সরকারের নেই। বিদেশ থেকে উন্নতমানের কয়লা আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। ’

সুন্দরবন রক্ষায় রামপালে সরকারের আরও নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন ড. হাছান মাহমুদ। তিনি মন্তব্য করেন, এসবের পরও প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, মানুষের মধ্যে একটি ভীতি গড়ে তোলার অপচেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার ও  প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য গোলাম কবির রাব্বানী চিনু, বুয়েটের সাবেক উপ-উপাচার্য ড. হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, মে ০৭, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ