ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

তিনি কি যুদ্ধাপরাধীদের নিয়ে ভিশন বাস্তবায়ন করবেন!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মে ১০, ২০১৭
তিনি কি যুদ্ধাপরাধীদের নিয়ে ভিশন বাস্তবায়ন করবেন! ড. হাছান মাহমুদ।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সদ্য ঘোষিত ‘ভিশন ২০৩০’ এর সব বক্তব্য অন্ত:সার শূন্য বলে উড়িয়ে দিযেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (১০ মে) রাজধানীর হোটেল ওয়েস্টিনে খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ উত্থাপনের পর বাংলানিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ তা উড়িয়ে দেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ভিশন ২০২১ ঘোষণা করে ২০০৮ সালের নির্বাচনের আগে।

ভিশন ২০৪১ ঘোষণা করে ২০১৪ সালের নির্বাচনের আগে। এখন ২০১৭ সালে এসে ওনার (খালেদা জিয়া) মনে পড়েছে, তারও একটা ভিশন ডিক্লেয়ার করা দরকার।

ড. হাছান মাহমুদ বলেন, কিন্তু তিনি যেভাবে পেট্রোল বোমায় মানুষ পুড়িয়েছেন, যেভাবে গাছ কেটে প্রকৃতি ধ্বংস করেছেন, টানা ১শ’ দিন মানুষকে অবরুদ্ধ করে রেখেছেন, তাতে তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

তাই জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, তিনি কি পেট্রোল বোমার রাজনীতি পরিহার করেছেন? তিনি কাদের নিয়ে তার ঘোষণা বাস্তবায়ন করবেন, যুদ্ধাপরাধী আর জঙ্গি যারা তার জোটে আছে তাদের নিয়ে?

এর আগে ‘ভিশন ২০৩০’ এ খালেদা জিয়া তার দল ক্ষমতায় গেলে গণভোটের ব্যবস্থা করার ঘোষণা দেন। প্রতিশ্রুতি দেন জনগণের মাথাপিছু আয় ৫ হাজার মার্কিন ডলারে উন্নীত করার। আরো দেন প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় ভারসাম্য আনার আওয়াজ।

খালেদা জিয়ার এসব বক্তব্যকে বাগাড়ম্বর মনে করছেন ড. হাছান মাহমুদ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১০, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।