ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কমলনগরে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, মে ১১, ২০১৭
কমলনগরে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কমলনগরে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে হারুনুর রশিদ সভাপতি ও মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (১০ মে) রাতে হাজিরহাট তোয়াহ‍া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষকলীগ এ আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ্র, কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, জেলা কৃষকলীগের সভাপতি ওমর হোসাইন ভুলু।


কমলনগর উপজেলা কৃষকলীগের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে ও যুব লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হিরনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- কমলনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিন, ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা ও কমলনগর উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজ।

এ সময় উপজেলা বিভিন্ন ইউনিয়নের কৃষকলীগের নেতার্কমী ও সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, মে ১১, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ