ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

‘রবীন্দ্রজয়ন্তীতে ছাত্রলীগের হামলার অভিযোগ মিথ্যা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, মে ১১, ২০১৭
‘রবীন্দ্রজয়ন্তীতে ছাত্রলীগের হামলার অভিযোগ মিথ্যা’

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে শহীদ মিনারে সাংস্কৃতিক সংগঠন উন্মেষ আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে ছাত্রলীগের ভাঙচুর করার অভিযোগ মিথ্যাচার বলে দাবি করেছেন সংগঠনটির জেলা ও মহানগর শাখার নেতারা। 

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে শহরের সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রী সংসদে যৌথ সংবাদ সম্মেলন করে এ দাবি করেন তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিষোদগার করতে থাকায় গত ১০ মে তেল গ্যাস বন্দর রক্ষা কমিটির নেতা রফিউর রাব্বির বিরুদ্ধে একটি বিক্ষোভ সমাবেশ করে মহানগর ছাত্রলীগ। ছাত্রলীগের হাজারো নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ওই সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে উন্মেষের রবীন্দ্রজয়ন্তীর একটি অনুষ্ঠান হওয়ার কথা জেনে ছাত্রলীগের নেতাকর্মীরা শহীদ মিনারের অভ্যন্তরে জমায়েত না হওয়ার সিদ্ধান্ত নেন।  

হাবিবুর রহমান রিয়াদ সংবাদ সম্মেলনে বলেন, সমাবেশ শেষে বিষোদগারকারী রফিউর রাব্বির কুশপুত্তলিকা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলসহ শহীদ মিনারের কাছে আসতেই সেখান থেকে রফিউর রাব্বির পোষ্যরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় মিছিলে থাকা শত শত শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে উঠলে আমরা মহানগর ছাত্রলীগের নেতারা তাদের শান্ত থাকতে বলি। এরপরও সেখান থেকে পুনরায় ইট নিক্ষেপ ও অকথ্য ভাষায় গালাগাল করতে থাকলে মিছিলের একটি অংশ শহীদ মিনারে প্রবেশ করতে উদ্যত হয়, তখন রফিউর রাব্বির ১০-১২ জন পোষ্য ও কয়েকজন বামঘরানার লোক সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ’

‘তারপর থেকে উন্মেষের পক্ষ থেকে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানস্থল দখল করে ভাঙচুর করার অভিযোগ করা হচ্ছে, যা ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যাচার। ’

এই মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রলীগের এ আহ্বায়ক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আর কোনো কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দেওয়া হলে তার কঠোর জবাব দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, মহানগর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হাসনাত রহমান বিন্দু, যুগ্ম-আহবায়ক নাসিম মাহমুদ তপন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম প্রমুখ।

এদিকে, এ ঘটনায় মহানগর ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে দাবি করে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতারাও।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেতারা বলেছেন, জনবিচ্ছিন্ন বাম ঘরানার কিছু লোকেরা আওয়ামী নামধারী ‘একটি মহলের’ ইন্ধনে মিথ্যাচার করে শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার পাঁয়তারা করছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মে ১১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ