ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সন্ত্রাসী তকমা থেকে বের হতে ‘ভিশন ২০৩০’ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, মে ১২, ২০১৭
সন্ত্রাসী তকমা থেকে বের হতে ‘ভিশন ২০৩০’ ঘোষণা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ- ছবি- সুমন

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলছেন, ২০১৩-২০১৫ সালে বিএনপি সারাদেশে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য করে মানুষ হত্যা করেছিল। এর ফলে দলটির ওপর সন্ত্রাসী সংগঠন হিসেবে যে তকমা লেগেছে সে জায়গা থেকে বের হওয়ার জন্য ভিশন ২০৩০ ঘোষণা করেছেন খালেদা জিয়া।

শুক্রবার (১২ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আমরা দেখেছি ওই বছরগুলোতে (২০১৩, ১৪, ১৫ বিএনপি দেশে রাজনীতির নামে কি ধরনের নৈরাজ্য চালিয়েছিলো।

তারা পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছিল। তাই তাদের ওপর সন্ত্রাসী দল হিসেবে আন্তর্জাতিক ও দেশীয়ভাবে তকমা লেগেছে। আর এ সন্ত্রাসী তকমা থেকে বের হওয়ার জন্য ‘ভিশন ২০৩০’ ঘোষণার মাধ্যমে ব্যর্থচেষ্টা করছে।

বিএনপির ভিশন ২০৩০ নকল ও চুরি করে নেওয়া উল্লেখ করে তিনি বলেন, বিএনপির ভিশন ২০৩০ তে যা আছে তা সাড়ে ৮ বছর আগে আওয়ামী লীগ ঘোষিত ভিশন ২০২১ ও ২০৪১।

তিনি বলেন, বিএনপি নেত্রী তার ভিশনে বলেছেন একটি ‘রংধনু জাতী’ গঠন করবেন। আমরা সবাই জানি, রংধনু আকাশে মাঝে মধ্যে দেখা যায়, আবার দ্রুত হারিয়েও যায়। বিএনপির ভিশনও এরইমধ্যে রংধনুর মতো হারিয়ে গেছে।  

হাছান মাহমুদ আরও বলেন, বিভিন্ন সময় বিভিন্ন দেশের জ্ঞানীরা বলেছেন, মানুষ যে স্বপ্ন ঘুমিয়ে দেখে তা কোনোদিন পূরণ হয় না। বিষয়টি হাস্যকর হলেও সত্য, খালেদা জিয়া যখন তার ভিশন ঘোষণা করেন তখন তারা সামনে বসা নেতারা ঘুমাচ্ছিলেন। আর তাদের নিয়েই খালেদা জিয়া তার ভিশন পূরণ করতে চান। এতে বোঝা যায় বিএনপির এ ভিশন লোক দেখানো। তারা কোনোদিনই এ ভিশন পূরণ করতে পারবে না।

আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জি. মো. আব্দুস সবুর, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার ও এমএ করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মে ১২, ২০১৭
এমএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ