ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

সদস্যপদ নবায়ন করলেন শেখ হাসিনা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, মে ২০, ২০১৭
সদস্যপদ নবায়ন করলেন শেখ হাসিনা সদস্যপদ নবায়নের ফরম পূরণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদা দিয়ে দলে তার সদস্যপদ নবায়ন করেছেন।

শনিবার (২০ মে) গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তার সদস্যপদ নবায়ন করা হয়। দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর সদস্যপদ নবায়নের কথা জানিয়ে অন্যদেরও তা করার আহ্বান জানান।

গত বছর ক্ষমতাসীন দলটির কাউন্সিলের পর প্রথম এই বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যসহ জেলা শাখার নেতারা অংশ নেন।

সদস্যপদ নবায়নের সময় প্রধানমন্ত্রী বলেন, শুধু ২০ টাকা লাগে? আমি তো ৫০০ টাকা দেবো।  

প্রধানমন্ত্রী দলের অন্য সবাইকেও সদস্যপদ নবায়নের আহ্বান জানিয়ে বলেন, আমরা যারা সদস্য আছি, তারা নবায়ন ফরম পূরণ করে সদস্যপদ নবায়ন করে নিই। আর নতুন করে সংগ্রহ করা সদস্যদেরও ফরম পূরণ করে দলে অন্তর্ভুক্ত করতে হবে।

দ্রুত সদস্য সংগ্রহ করে সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশ দেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মে ২০, ২০১৭
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ