ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কমলনগরে ছাত্রলীগের সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মে ২১, ২০১৭
কমলনগরে ছাত্রলীগের সম্মেলন কমলনগরে ছাত্রলীগের সম্মেলন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ মে) রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা ছাত্রলীগ এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন।

সম্মেলন প্রস্ততি কমিটির সভাপতি মিরাজ হোসেন শান্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সিনিয়র সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস।

বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সভাপতি ফজলুল হক সবুজ, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হিরন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সামাদ রাজু, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিপ্লব ও ছাত্রনেতা আবদুল হামিদ আরিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, মে ২২, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ