ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জুন ১, ২০১৭
বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০১৭-১৮ অর্থবছরের মেগা বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বৃহস্পতিবার (০১ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশে মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা।

সমাবেশে এসএম জাকির হোসাইন বলেন, এ বাজেট স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের বাজেট, এ বাজেট কৃষকের, গরিব দুঃখি মেহনতি মানুষের, এ বাজেট জণকল্যাণমূলক, শিক্ষা, দক্ষ শ্রমিক তৈরি, তথ্য-প্রযুক্তিকে আরও অগ্রসর করার বাজেট, সর্বোপরি একটি আধুনিক সোনার বাংলা বিনিমার্ণের জন্য কার্যকরী বাজেট।

এ সময় তিনি জাতিকে একটি সুন্দর বাজেট উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এসকেবি/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।