ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতার মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, জুন ৪, ২০১৭
কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতার মৃতদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মোশারফ হোসেন সাগর (২৩) নামে এক ছাত্রলীগ নেতার গলায় ফাঁস দেয়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৩ জুন) দিনগত রাতে উপজেলার বসুরহাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ড থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত মোশারফ ওই এলাকার মো. শাহজাহানের ছেলে। তিনি নয় নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, শনিবার রাতে বসুরহাটের আদর্শ পাড়ায় মোশারফের নিজের দোকানের সিলিংয়ের সঙ্গে তার গলায় ফাঁস দেয়া মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী জানান, মৃতদেহ রোববার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ