ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নির্বাচনে সক্রিয় হওয়ার তাগিদ ছাত্রলীগে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুন ৬, ২০১৭

রংপুর: বাংলাদেশ ছাত্রলীগের রংপুর বিভাগীয় প্রতিনিধিদের সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ও ব্যবস্থাপনায় মঙ্গলবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টায় রংপুর টাউন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 

রংপুর বিভাগের অন্তর্গত বিশ^বিদ্যালয়, জেলা, মহানগর, হল, কলেজ, উপজেলা, পৌর, ইউনিয়ন, স্কুল, ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ প্রায় ১৫শ’ প্রতিনিধি এবং রংপুর বিভাগীয় বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা প্রতিনিধি সভা ও কর্মশালায় অংশ নেন।

প্রতিনিধি সভা ও কর্মশালায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

 

সভার শুরুতেই রংপুর বিভাগীয় সব ইউনিটের নেতাকর্মীদের খোঁজখবর নেন ছাত্রলীগ সভাপতি। যেসব ইউনিটে কমিটি বা পূর্ণাঙ্গ কমিটি হয়নি দ্রুত সেসব ইউনিটের কমিটি নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশ দেন তিনি।

এরপর নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি সোহাগ। তিনি বলেন, ২০১৮ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে। এজন্য ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীকে এখন থেকেই নির্বাচনী কার্যক্রমে সক্রিয় হতে হবে।

সভায় আরো ছিলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু হোসাইন বিপু, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন চয়ন, সহ-সভাপতি নুর আলম লিটন, সহ-সভাপতি ফরহাদুজ্জামান মনির, দপ্তর সম্পাদক দেলোয়ার শাহাজাদা, রংপুর জেলা সভাপতি মেহেদি হাসান রনি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি তুষার কিবরিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ৬, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ