ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বিশ্বনাথ উপজেলা আ’লীগের সম্পাদক বাবুল আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, জুন ৮, ২০১৭
বিশ্বনাথ উপজেলা আ’লীগের সম্পাদক বাবুল আর নেই

সিলেট: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার আর নেই (ইন্নালিল্লাহি.......রাজেউন)।

বুধবার (০৭ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ১৫ মিনিটে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত ছিলেন।

বাবুল আখতার স্বপরিবারে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে গেলে সেখানে মক্কা ও মদিনা শরীফ জিয়ারত শেষে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

দলীয় সূত্র জানায়, পাঁচদিন চিকিৎসাধীন থাকাবস্থায় বুধবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলেও জানা যায়।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুন ০৮, ২০১৭
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ