ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কুড়িগ্রামে ছাত্রলীগের ৭টি নতুন কমিটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জুন ৯, ২০১৭
কুড়িগ্রামে ছাত্রলীগের ৭টি নতুন কমিটি

কুড়িগ্রাম: ঝিমিয়ে পড়া ছাত্রলীগকে চাঙ্গা করতে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখার ৭টি ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে।
 

শুক্রবার (০৯ জুন) কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নির্দেশে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এক বছর মেয়াদী নতুন সাতটি কমিটি হলো, কুড়িগ্রাম সদর উপজেলা কমিটির সভাপতি এ এফ এম মোহাইমিনুল হক ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, কুড়িগ্রাম সরকারি কলেজ কমিটির সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনি, কুড়িগ্রাম পৌর শাখার সভাপতি আবিদুর রহমান ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি স্বদীপ আহমেদ রাসেল ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম তুষার, নাগেশ্বরী উপজেলা কমিটির সভাপতি ফজলুল করিম সাজু ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ, ভুরুঙ্গামারী উপজেলা কমিটির সভাপতি মাহামুদুল হাসান ও সাধারণ সম্পাদক আল মামুন সরকার এবং উলিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার ওয়াহেদুন্নবী সাগর ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাকিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে জানানো হয় বৃহস্পতিবার (০৮ জুন) কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়েছে।  

উল্লেখ্য, গত ৬ জুন রংপুর পৌর টাউন হলে ছাত্রলীগের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে ঝিমিয়ে পড়া ছাত্রলীগকে চাঙ্গা করতে এসব কমিটি পুনরায় গঠনের নির্দেশ দেয় কেন্দ্রীয় কমিটি।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ