ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

এমপি পুত্র সজিব কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এমপি পুত্র সজিব কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত

যশোর: যশোর-৪ আসনের সংসদ সদস্য রনজিত কুমার রায়ের ছোট ছেলে ও বাঘারপাড়া উপজেলার কৃতিসন্তান সজিব রায় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ জুন) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।  

এদিকে সজিব রায় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মনোনীত হওয়ার খবরে বাঘারপাড়ায় ছাত্রলীগ-যুবলীগ নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

 

বাঘারপাড়াবাসীর পক্ষ থেকে শেখ হাসিনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সজিব রায়। একইসঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুন ১০, ২০১৭
ইউজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ