ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

ইয়াবা মামলায় জড়ানোয় ঢাকা ছাত্রলীগ সহ-সভাপতি বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুন ১২, ২০১৭
ইয়াবা মামলায় জড়ানোয় ঢাকা ছাত্রলীগ সহ-সভাপতি বহিষ্কার বহিষ্কারাদেশ জানিয়ে দেওয়া প্রেস বিজ্ঞপ্তি

সাভার (ঢাকা): ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ডিবি পুলিশের মামলায় গ্রেফতার ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন আহমেদকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার (১২ জুন) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জসিম উদ্দিনকে ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ৯ জুন ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর বাজার থেকে জসিম উদ্দিন আহমেদকে গ্রেফতার করে গাজীপুর ডিবি পুলিশ। ওই এলাকার মনছুর আহমেদের ছেলে জসিম বর্তমানে কারাগারে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুন ১২, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ