ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

মওদুদ নিজেই মামলা লড়ে বাড়ি হারিয়েছেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
মওদুদ নিজেই মামলা লড়ে বাড়ি হারিয়েছেন

ঢাকা: বিএনপি নেতা মওদুদ আহমদের বাড়ি সরকার নিয়ে যায়নি বরং দেশের সর্বোচ্চ আদালতের রায়ে বাড়ি ছাড়তে হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মওদুদ নিজেই মামলা লড়ে বাড়ি হারিয়েছেন; তাহলে কি তার দুর্বল যুক্তির জন্যই বাড়ি চলে গেছে- বলেও প্রশ্ন রাখেন তিনি।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তাঁতী লীগের ঢাকা মহানগরের সম্মেলন অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

ওবায়দুল বলেন, আপনি নিজেই বাড়ির দুটি মামলায় ফাইট করেছেন। আপনি জানেন সরকার নয়, সর্বোচ্চ আদালতের রায়ে আপনাদের বাড়ি ছাড়তে হয়েছে।

আদালতের বিরুদ্ধে বিএনপি অপপ্রচার চালাচ্ছে দাবি করে মন্ত্রী বলেন, আদালত স্বাধীনভাবে কাজ করছে একথা আপনারাই বলেন, আবার যখন নিজেরা হারেন তখন বলেন আদালত সরকারের কথায় রায় দিচ্ছে। আদালতের বিরুদ্ধে এসব অপপ্রচার বন্ধ করুন।

বিএনপির যেসব নেতারা প্রেস ব্রিফিং করে তাদের প্যাথলজিক্যাল লায়ার আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পবিত্র মাহে রমজানে ইফতার সামনে রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ তার দলের নেতারা মিথ্যাচার করছেন। তবে বিএনপিতে ভালো লোক কিছু আছেন, তবে যারা প্রেস ব্রিফিং করেন, ফটোসেশন করেন তারা প্যাথলজিক্যাল লায়ার। এই দলের লোকজন এতো মিথ্যা কথা বলে, যে তাদের নৈতিকতার ভিত্তি দুর্বল।

তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, কার্যকরী সভাপতি সাধনা দাশ গুপ্ত।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ১৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ