ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জুন ১৫, ২০১৭
নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করুন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনে অংশ নিয়ে দলের জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

একই সঙ্গে আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি নামের দলটি বিলীন হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।

সেই নির্বাচনি লাড়াইয়ে আসুন, দলের জনপ্রিয়তা যাচাই করুন। আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি নামের দল বিলীন হয়ে যাবে।

বৃহস্পতিবার (১৫ জুন) ডেমোক্রেটিক অ্যালায়েন্স আয়োজিত ইফতার পার্টি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর পুরানা পল্টনের টোপিকানা ভবনে এ ইফতার পার্টি আয়োজন করা হয়।

আলোচনা সভায় মোহাম্মদ নাসিম আরো বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশ গ্রহণ করে তাদের জনপ্রিয়তা যাচাই করবে। ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রতিও আমার আহ্বান, গণতান্ত্রিক অভিযাত্রায় আপনারাও শরিক হন।

নাসিম বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহায়ক সরকারের কথা বলছেন। দুনিয়ার কোথাও এই সহায়ক সরকার বলে কিছু নেই। যেটা আছে সেটা হলো নির্বাচিত সরকার। এই নির্বাচিত সরকারের প্রধান শেখ হাসিনা। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী, শেখ হাসিনার অধীনেই যথাসময়ে অনুষ্ঠিত হবে। খালেদা জিয়াকে সেই নির্বাচনে আসার আহ্বান জানাই।

ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সমন্বয়কারি আলমগীর মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ন্যাপ(ভাসানি) চেয়ারম্যান আশরাফ খান ভাসানি, গণআজাদী লীগের নেতা আতাউল্লাহ খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা,  জুন ১৫, ২০১৭
এসকে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ