ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

শাজাহানপুরে দু:স্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
শাজাহানপুরে দু:স্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ শাজাহানপুরে দু:স্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ- ছবি: আরিফ জাহান

বগুড়া: বগুড়া শাজাহানপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ গরিব নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলার কুন্দইশ গ্রামে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুর রহমান দুলু এসব বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ডেমাজানী শ ম র উচ্চ বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান বুলু, কমরউদ্দিন ইসলামিয়া কলেজের উপাধ্যক্ষ মাহমুদুর রহমান গোলাপ, প্রভাষক আনোয়ার হোসেন, রোটারিয়ান মেজবাউল আলম প্রমুখ।

প্রায় দুই শতাধিক দু:স্থ গরিব নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ