ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের সঙ্গে ঐক্যমত নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের সঙ্গে ঐক্যমত নয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে তাদের সঙ্গে ঐক্যমত হতে পারে না। 

গুলশানে জঙ্গি হামলার প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে জঙ্গিবাদ দুর্বল হয়েছে, কিন্তু নির্মূল হয়নি। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।

জঙ্গিবাদ, মাদক, বেকারত্বকে শেখ হাসিনার নেতৃত্বেই আমরা পরাজিত করবো।  

শনিবার (০১ জুলাই) দুপুরে নোয়াখালীর কবিরহাট উপজেলার ‘করম বক্স আদর্শ উচ্চ বিদ্যালয়’র প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।  

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণে জঙ্গিবাদ দমন করা হয়েছে। যা আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ উন্নত বিশ্বও করতে পারেনি।

মন্ত্রী অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, মাদক ও জঙ্গিবাদের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডে যেন সন্তানরা জড়িয়ে পড়তে না পারে সেজন্য তাদের প্রতি খেয়াল রাখতে হবে।

শেখ হাসিনার মতো নেতার সাহসী নেতৃত্বের কারণে দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। আগামী নির্বাচনে যদি নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে না পারেন, তাহলে জঙ্গিবাদের আবারো উত্থান ঘটবে।  

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও কবিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন‍ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমী, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।  

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমার দে, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্লা খান সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।