ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ

‘ফরহাদ মজহার দ্রুত উদ্ধার হওয়ায় বিএনপি হতাশ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
‘ফরহাদ মজহার দ্রুত উদ্ধার হওয়ায় বিএনপি হতাশ’ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানীর আয়োজনে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে বর্তমান সরকারের অবদান’ শীর্ষক এক আলোচনায় বক্তব্য রাখেন ড. হাছান মাহমুদ- ছবি: শোয়েব মিথুন

ঢাকা: ফরহাদ মজহার দ্রুত উদ্ধার হওয়ায় বিএনপি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহষ্পতিবার (৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানীর আয়োজনে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে বর্তমান সরকারের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ সব মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘ফরহাদ মজহার নিখোঁজ হবার সঙ্গে সঙ্গে বিএনপি নেতাকর্মীরা যেভাবে সংবাদ সম্মেলন করে সরকারকে দোষারোপ করেছিলেন।

১৮ ঘণ্টার মধ্যে তাকে খুঁজে পাওয়ায় যেন হতাশ হয়েছেন তারা। কেননা ফরহাদ মজহারকে নিয়ে নোংরা রাজনীতি করার সুযোগ পায় নি বিএনপি। ফরহাদ মজহার তার দেয়া জবানবন্দিতে বলেছিলেনন, দেশকে অচল করতে চায় এমন কোনো ব্যক্তি বা সংগঠন তাকে অপহরণ করেছিলো। দেশ অচল করতে চায় বিএনপি। সরকারের ক্ষতিয়ে দেখা উচিৎ এ কাজে বিএনপি জড়িত কিনা’।

বিএনপি জঙ্গিবাদের সঙ্গে জড়িত এমন মন্তব্য করে তিনি বলেন, ‘২০ দলীয় জোটেই জঙ্গি সদস্য রয়েছে। যাদের শ্লোগান ছিলো 'আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান'। জঙ্গিবাদ নির্মূলে যখন পুলিশ সদস্য নিহত হয় তখন বিএনপি কোনো প্রতিবাদ করে না। তারা প্রতিবাদ করে মৃত জঙ্গিদের পক্ষে। এ থেকে প্রমাণিত হয় বাংলাদেশের জঙ্গিবাদের মূল পৃষ্ঠপোষক বিএনপি’।

ন্যাপ ভাসানীর চেয়ারম্যান বঙ্গদ্বীপ এম এ ভাসানীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- গণতান্ত্রিক আওয়ামী লীগের সভাপতি নেতা এম এ জলীল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী এম সাজাহার হোসেন, অ্যাডভোকেট নুরুল আমিন, আওয়ামী লীগ নেতা এম এ করিমসহ আরও অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, জনগণকে সচেতন ও প্রতিবাদী হতে হবে। তাহলে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল হবে। কেননা জনগণের চেয়ে তাদের সংখ্যা বা শক্তি বেশি নয়। শুধু পুলিশ প্রশাসন দিয়ে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
এমএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।