ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

বেনাপোলে স্বেচ্ছাসেবকলীগ নেতার মুক্তি দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
বেনাপোলে স্বেচ্ছাসেবকলীগ নেতার মুক্তি দাবি শার্শা উপজেলা মিলনায়তনে সংবাদ সম্মেলন

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুলফিকার আলী মন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে শার্শা উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (০৬ জুলাই) দুপুরে শার্শা উপজেলা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন থেকে জুলফিকার আলী মন্টুর বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত কারামুক্তি দাবি জানানো হয়।

সংসাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল, যশোর জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
এজেডএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ