ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

খুলনা মহানগর ছাত্রলীগের আনন্দ মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
খুলনা মহানগর ছাত্রলীগের আনন্দ মিছিল খুলনা মহানগর ছাত্রলীগের মিছিল

খুলনা: আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা সফল করার লক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রলীগ।

শনিবার (০৮ জুলাই) বিকেলে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় মিছিলটি।

খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।

এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি এবং বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপি।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন- আ’লীগ নেতা অসিত বরণ বিশ্বাস, ফারুখ হাসান হিটলু, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ, মহানগর ছাত্রলীগ নেতা মফিদুল ইসলাম টুটুল, সফিকুর রহমান পলাশ, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আব্দুর রহিম তুহিন, হোসেনুজ্জামান হোসেন, মুজিবুর রহমান মুজিব, মেহেদী হাসান রাসেল, তাজমুল হক তাজু, রেজাউল করিম সবুজ ও শাহীন আলম প্রমুখ।

খুলনা আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন রোববার (০৯ জুলাই) সকাল ১০টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ