ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

লক্ষ্মীপুরে ছাত্রলীগের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
লক্ষ্মীপুরে ছাত্রলীগের মানববন্ধন লক্ষ্মীপুরে ছাত্রলীগের মানববন্ধন

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের যুবলীগ-ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ।

রোববার (৯ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার মান্দারী বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক এম আলাউদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাবেদ হোসেন, যুগ্ম-সম্পাদক রাজ বিজয় চক্রবর্তী, যুগ্ম-আহ্বায়ক সইদুল ইসলাম রোকন, দত্তপাড়া ডিগ্রি কলেজের সভাপতি সৈয়দ মেহেদী হাসান বাবু, দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন গাজী আকাশ ও হাজিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মনির হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিন মুন্না, কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক আহবায়ক রায়হান হোসাইন তুষার, দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী নিজাম, হাজিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইয়াছিন, ছাত্রলীগ নেতা মেজবাহ উদ্দিন সাগর, হাজিরপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ‌বায়ক হাসান মাহমুদ সুমন ও জাবেদ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের অনুসারী হাজিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আরিফুর রহমান শাকিলকে মারধর করা হয়।

এ ঘটনায় আরিফুর রহমান বাদী হয়ে গত সোমবার (৩ জুলাই) স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের ৮ নেতার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহারের দাবিতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের অনুসারীরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ