ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

কুমিল্লার ১১ আসনে নৌকার মাঝি হতে চান ৩৭ নেতা

ইমতিয়াজ আহমেদ জিতু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
কুমিল্লার ১১ আসনে নৌকার মাঝি হতে চান ৩৭ নেতা নৌকার মাঝি হতে চান ৩৭ নেতা

কুমিল্লা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে আরও বছর দেড়েক। এ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ১১টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মাঠে নেমেছেন একাধিক নেতা। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানেও নিজেদের প্রার্থী হতে চাওয়ার বিষয়টি জানান দিচ্ছেন তারা।

তৃণমূল ও বিভিন্ন মাধ্যমে মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান সংসদ সদস্যদের নিয়ে করা জরিপের ফলাফলও প্রতিনিয়ত পাঠানো হচ্ছে কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে।  

বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে ১১টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩৭ জনের নাম জানা গেছে।

সূত্রমতে, ফের মনোনয়ন প্রত্যাশী হলেও কয়েকজন বর্তমান সংসদ সদস্য ঝুঁকিতে রয়েছেন। জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব, সন্ত্রাসী কর্মকাণ্ড, পারিবারিক রাজনীতির প্রভাব বিস্তার, দুর্নীতিতে জড়িয়ে যাওয়াসহ নানা অভিযোগে তাদের স্থলে আসতে পারেন নতুন মুখ।

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ফের নৌকার মাঝি হতে চান বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) সুবিদ আলী ভূঁইয়া।   এছাড়া মনোনয়ন চান কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাদল রায়, সহ-সভাপতি ও হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, শিল্প ও বাণিজ্য সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. বশিরুল আলম মিয়াজী, আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার নাঈম হাসান এবং মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম।

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হোমনা উপজেলা সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ ও কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন বাবু।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, সিনিয়র সহ সভাপতি মো. রুহুল আমিন, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাইয়ূম খসরু ও মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন- বর্তমান সংসদ সদস্য রাজী মো. ফখরুল মুন্সি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সাবেক সংসদ সদস্য এ বি এম গোলাম মোস্তফা, সহ সভাপতি ব্যবসায়ী অধ্যক্ষ হুমায়ন মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক শিল্পপতি রৌশন আলী মাস্টার।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে মনোনয়ন চান বর্তমান সংসদ সদস্য অ্যাড. আবদুল মতিন খসরু ও ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী।

কুমিল্লা-৬ (সদর)  আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ও এফবিসিসিআইয়ের পরিচালক  মাসুদ পারভেজ খান ইমরান। তবে এ আসনে একজন সাবেক সেনা কর্মকর্তার নামও শোনা যাচ্ছে।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নৌকার মাঝি হতে চান বর্তমান সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ ও উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. প্রাণ গোপাল দত্ত।

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মনোনয়ন চান বর্তমান সংসদ সদস্য তাজুল ইসলাম, এক্সিম ব্যাংকের পরিচালক শিল্পপতি  নজরুল ইসলাম হেলাল, লাকসাম উপজেলা আওয়ামী লীগের নেতা শাহজালাল মজুমদার , মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শিল্পপতি লায়ন নুরন্নবী চৌধুরী কামাল, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল কাশেম ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ফারুক।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ) আসনে মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। আওয়ামী লীগের অন্য কোনো মনোনয়ন প্রত্যাশী এখন পর্যন্ত প্রকাশ্যে মাঠে নেই।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আবারও মনোনয়ন চান বর্তমান সংসদ সদস্য রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব। এছাড়া বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি  বজলুর রশীদ বুলু ও কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর আহমেদ পল্টু মনোনয়ন প্রত্যাশায় রয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ