ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর অর্জনে ময়মনসিংহে যুবলীগের শোভাযাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
প্রধানমন্ত্রীর অর্জনে ময়মনসিংহে যুবলীগের শোভাযাত্রা যুবলীগের শোভাযাত্রার একাংশ। ছবি: অনিক খান

ময়মনসিংহ: বিশ্বের ১৮ জন নারী জাতীয় নেতার তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষভাবে মূল্যায়িত হওয়ায় তার অর্জনকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা করেছে ময়মনসিংহ মহানগর যুবলীগ। 

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে নগরীর আকুয়া মোড়লপাড়া এলাকার মহানগর যুবলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এ বিশাল শোভাযাত্রা বের করা হয়।

এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান।

শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়।  

পরে সেখানে এক সমাবেশে মহানগর যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে ‘নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’ শীর্ষক বইয়ের লেখক প্রখ্যাত মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদ রিচার্ড ও ব্রাইয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে মূল্যায়ন করায় আমরা গর্বিত ও উচ্ছ্বসিত।  
ময়মনসিংহ মহানগর যুবলীগের শোভাযাত্রা
তিনি বলেন, এ মাহেন্দ্রক্ষণকে স্বর্ণাক্ষরে লিখে রাখতে ময়মনসিংহ মহানগর যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মীরা ‘বিশ্বময় বিশ্বনেতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ শিরোনামে নগরজুড়ে শোভাযাত্রা করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭ 
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ